বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার সূরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এ্ন্ড কলেজ মাঠ চত্বরে এ বৃক্ষরোপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন -কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ জেলা,উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং তাদের স্মৃতিকে ধরে রাখতেই আমাদের এমন উদ্যোগ। তিনি আরও বলেন, গত বছরের এ মাসেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন শুরু হয়ে যেটি ৫ আগষ্টে সমাপ্তি ঘটে। এই দুই মাসে যেসকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের মনে রাখতে হবে এবং দেশটাকে সবুজ শ্যামলে ভরিয়ে তুলতেই আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এই বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছি।
পড়ুন : রাজবাড়ীতে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ


