আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফা প্রার্থী ঘোষণায় রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশিদ। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে।
বৃহস্পতিবার বিকেলে গুলশানেচেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেন। এ সময় তিনি রাজবাড়ী-২ আসনে হারুন অর-রশিদের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এর মাধ্যমে এ আসনে প্রার্থী নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হলো।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় হারুন অর-রশীদ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে আজ দলের বিশ্বাস ও আস্থার প্রতিফলন হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা আমাদের প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দল কোন ধরনের মিছিল বা উদযাপন কর্মসূচি করবে না। বরং তিনি নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আপনারা আনন্দ-উল্লাস না করে বরং দুই রাকাত নফল নামাজ আদায় করবেন, যারা পারবেন তারা নফল রোজা রাখবেন—এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন। পাশাপাশি দলের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।”
পড়ুন : রাজবাড়ীতে শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


