রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে অবস্থিত হাবিব ম্যানসনের নিচ তলায় অবস্থিত জম জম ফ্যাশন এন্ড টেইলার্স নামক পোশাকের দোকানে আগুন লেগে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংক গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স। অপর দুই ইউনিট এবং তৃতীয় তলা চার ইউনিটে আবাসিক বাসা রয়েছে। এসময় ভবনের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান বলেন, সকাল ৯.৪ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি এবং ২০ লাখ টাকার পোশাক রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
এনএ/
দেখুন:


