রাজবাড়ীতে উডহেড পাবলিক লাইব্রেরির সংস্কার ও কফিশপ ‘ উডহেড বুক ক্যাফের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্ধোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
সোমবার সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এই উডহেড পাবলিক লাইব্রেরীর সংস্কার ও কফি শপের উদ্বোধন করা হয়।
জানা যায়- রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে জেলা প্রশাসকের নিবিড় তত্ত্বাবধানে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত ‘তোমায় যতনে রাখিব হে’ শীর্ষক সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যা পুরো অনুষ্ঠানকে অনন্যমাত্রা যুক্ত হয়। স্থানীয় সংস্কৃতির মঞ্চায়ন অনুষ্ঠানটিকে অর্থবহ ও প্রাণবন্ত করে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু জিহাদ আনসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক ও মোঃ হাফিজুর রহমান,
রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাহিত্যবোদ্ধা, গণমাধ্যমকর্মী ও লাইব্রেরি ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, লাইব্রেরিটি সংস্কার কার্যক্রমের মাধ্যমে পাঠকদের জন্য আরও আধুনিক, স্বাচ্ছন্দ ও পাঠ উপযোগী পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।পাশাপাশি নবনির্মিত কফিশপ পাঠাগার-সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।তিনি আরও বলেন, পাঠকদের কথা চিন্তা করে এই পাবলিক লাইব্রেরীর পুরাতন ভবনটি ভেঙে এখানে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই আমরা একটি প্রস্তাবনা স্থানীয় সরকার বিভাগে পাঠাবো।এই উদ্যোগ রাজবাড়ীর পাঠকগোষ্ঠীকে আরও সমৃদ্ধ করবে এবং সাংস্কৃতিক বিকাশের ধারাকে শক্তিশালী করবে-এমন প্রত্যাশা সকলের।
পড়ুন- নওগাঁয় ক্রিকেটসিয়া পৌর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


