রাজবাড়ীর কালুখালীতে শিক্ষা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কালুখালী রেলস্টেশন সংলগ্ন রতনদিয়া ইউনিয়নে এই স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, জেলা প্রশাসক সুলতানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত সরকার উপস্থিত ছিলেন।
জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের চাহিদার প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের নির্দেশে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগোষ্ঠীকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাস থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হবে।
পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল
দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |
ইম/


