রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু (৫৪) কে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুন্নুর সহযোগী হিসাবে হৃদয় শেখ (৪৩) কে গ্রেফতার করা হয়।
রবিবার সন্ধ্যায় চুন্নুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন-রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম।পুলিশ। এর আগে দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি জামিয়া ব্রিকস নামের একটি ইটভাটা থেকে জেলার সদর আর্মি ক্যাম্প তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মশিউল আজম চুন্নু বালিয়াকান্দি উপজেলার খোন্দকার আব্দুল রশিদের ছেলে ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। হৃদয় শেখ বালিয়াকান্দি উপজেলার শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে।গ্রেফতারের সময় তার কাছ থেকে ১ এয়ার রাইফেল, ৮টি মোবাইল, ৩টি ওয়াকি টকি, ৪টি টকি চার্জার, ২টি দেশীয় চাকু, ১ বোতল ভরা মদের বোতল, ৩ বোতল খালি মদের বোতলসহ নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়।
জানা যায়-খোন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে বালিয়াকান্দিতে সরকারি কাজে বাঁধা দেওয়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে ১৭ ডিসেম্বর মামলা হয়। ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক খাইরুল বাদি হয়ে বালিয়াকান্দি থানায় মামলাটি করেন। ওই মামলায় পলাতক ছিলেন খোন্দকার মশিউল আজম চুন্নু।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে মামলা রয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানায় রাখা হয়েছে। তাকে সরকারি কাজে বাঁধা দেওয়াসহ পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার দেখানো হবে। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে নতুন মামলা দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আজমের স্ত্রী কোহিনুর বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি শুনেছি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা শুনেছি। বিজ্ঞ আদালতের কাছে আমি ন্যায় বিচার চাইবো।
পড়ুন: কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
দেখুন: ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প
ইম/


