১৪/০১/২০২৬, ১৫:২৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে রাতের আঁধারে জামায়াত নেতার ঘর ভেঙে দিল জনতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আঁধারে গড়ে তোলা এক জামায়াত নেতার দোকান ঘর ভেঙে দিয়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা।

বিজ্ঞাপন

জিয়া সরদার নামের ওই নেতা দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার আজিজ সরদারের ছেলে।

গতকাল মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাতে তিনি ঘরটি তোলেন। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা ঘরটি ভেঙ্গে ফেলেন। সেইসাথে লিজ বাতিলের দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ শুরু করেন।এর আগে গত ১৬ মার্চ জিয়া জনগুরুত্বপূর্ণ ওই স্হানে ঘর তোলার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীরা বাঁধা প্রদান করে এবং বাজার ব্যবসায়ী পরিষদে একটি লিখিত অভিযোগ দেয়।

জানা গেছে, দৌলতদিয়া বাজরের প্রাণকেন্দ্রে সম্প্রতি ৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ্যের ওই জায়গাটি রেলওয়ে থেকে নিজ নামে লিজ নেন জিয়া সরদার।কিন্তু লিজ নেয়া জায়গায় বহুবছর ধরে বাজারের একমাত্র সরকারি টিউবওয়েল রয়েছে। ঘরটি তোলা হলে টিউবয়েলটি তুলে ফেলতে হবে। তাছাড়া ঘরটি তোলা হলে আশপাশের ব্যবসায়ীদেরও অনেক সমস্যা হবে।

বাজারের ওষুধ ব্যবসায়ী ডাঃ আনোয়ার হোসেন বলেন, এই জায়গাটিতে বহু বছর ধরে বাজারের একমাত্র টিউবওয়েলটি রয়েছে। টিউবয়েলটি তুলে ফেলে এখানে কোন ঘর তোলা হলে তাদের অবর্ননীয় দুর্ভোগ হবে।

বিএনপি নেতা ও বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, এই জায়গাটি রেল কর্তৃপক্ষ অনৈতিকভাবে লিজ দিয়েছে বলে আমরা মনে করি। বাজারের শতশত ব্যবসায়ীর অসুবিধা করে এই জায়গায় আমরা কোন মতেই কোন ঘর তুলতে দেব না। অবিলম্বে লিজ বাতিল করতে হবে।

অভিযুক্ত জামায়াত নেতা জিয়া সরদার বলেন, আমি দলীয় পরিচয়ে কোন কিছু করিনি। বৈধভাবে লিজ নিয়ে ঘর তুলছিলাম। সেখানে থাকা টিউবওয়েলটি তুলে অন্য কোথাও স্হাপন করে দেব।

রাজবাড়ী রেলওয়ে কার্যালয়ের সাবেক কানুনগো জিয়াউল হক জানান, তিনি ৫ মাস আগে চট্রগ্রামে বদলি হয়ে এসেছেন। দৌলতদিয়া বাজারে জায়গা লিজ দেয়ার বিষয়ে ফাইল না দেখে কিছু বলতে পারছেন না। তবে জায়গাটি যদি ফাঁকা হয়ে থাকে এবং তা জনস্বার্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে কোন লিজ ভুলক্রমে দেওয়া হয়ে থাকলেও তা বাতিল হয়ে যাবে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোশারফ হোসেন বলেন, তাদের কোন নেতা-কর্মীর দ্বারা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কিছুকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করে না। জিয়া সরদারের বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএ/

দেখুন: রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন