24 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ-রেলী অনুষ্ঠিত।

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও নৌ রেলী অনুষ্ঠিত হয়েছে।

“জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে”- প্রতিপাদ্য বিষয়ের উপর মঙ্গলবার উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে এ কর্মসূচি পালিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের – সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিপিও) শফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষনা করেছে। সেইসাথে ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচে জাটকা ইলিশ আহরন, পরিবহন ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দণ্ডনীয় অপরাধ গন্য করা হবে। জাটকা সংরক্ষণ আইন অমান্যকারী ব্যাক্তি কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। তিনি আরও বলেন, নিষিদ্ধকালীন সময়ে নদীতে জাটকা শিকার বন্ধ রাখা হলে আমাদের নদীগুলো বড় বড় ইলিশে ভরে উঠবে।

পড়ুন: রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ঢাকায় গ্রেপ্তার

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন