22 C
Dhaka
রবিবার, মার্চ ২৩, ২০২৫

রাতে গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তার বুকে পেটে এবং মাথায় গুলি করে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক আরও বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়। সে বর্তমানে মহাখালী টিভি গেট এলাকায় থাকতেন।

পড়ুন : গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ ও ভাঙচুরের ঘটনায় ৩ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন