যুক্তরাষ্ট্রের দেয়া বোমা, গাজার রাফা শহরের শরণার্থী শিবিরে ফেলেছে ইসরায়েল। যে হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছেন যে বোমাগুলো যুক্তরাষ্ট্রের দেয়া। চলতি সপ্তাহেই এই হামলা হয়, প্রাণ হারায় ২৩ শিশুসহ ৪৫ ফিলিস্তিনি। আহত হন ২০০ জনের বেশি। যারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। বিশ্বজুড়ে এর নিন্দা হলেও, শহরটিতে ইসরায়েলি আগ্রাসন চলছেই। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, রাফায় অভিযান চালানো হতে পারে আরও সাত মাস।
এই শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে সিএনএন। বিশ্লেষণ করে জানা যায়, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবিইউ-৩৯ বোমা ব্যবহার করেছিল ইসরাইলি সেনাবাহিনী।
আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, এই হামলায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যান। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহও দেখা গেছে।