১৫/০১/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রামগতির ঘটনা সুষ্ঠু নির্বাচনের স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলেছে: জেএসডি স্বপন

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর নির্বাচনি জনসভায় হামলার ঘটনার পর দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, দেশের স্বপ্নের সুষ্ঠু নির্বাচন প্রশ্নের মুখে পড়েছে।

বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামগতি উপজেলা সদরে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, ড. ইউনুস সাহেব বলেছেন, আপনি সবচেয়ে সেরা নির্বাচন উপহার দেবেন। একটি সুষ্ঠু নির্বাচন হবে—আমরা সেই স্বপ্নকে সাধুবাদ জানাই। কিন্তু রামগতির এ ঘটনা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না।


তিনি আরও বলেন, যদি একটি সুন্দর নির্বাচন করতে হয়, যদি ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর করতে হয়, যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হয়, তাহলে এই ধরনের সহিংসতার অবসান হওয়া দরকার। এটি কোনো আমলা যুদ্ধ নয়, বা যার যা ইচ্ছা তাই করার জায়গা নয়। এখানে মানুষের অধিকার, ভোটাধিকার নিশ্চিত করতে হবে।


রামগতিতে জেএসডির জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের ওপর হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ নিয়ে নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন জেএসডি নেতারা। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পড়ুন- তিন দফা দাবিতে জয়পুরহাটের আইএইচটি শিক্ষার্থীদের স্মারকলিপি

দেখুন- নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিতে দিল্লির চাপ বাড়ছে? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন