নরসিংদীর রায়পুরায় ৩বছরের ছেলে সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে পাষণ্ড মা শিরিন আক্তার। শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজের সময় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে এঘটনা ঘটে। নিহত আহনাম মিয়া নামে ওই শিশু সৌদিআরব প্রবাসী ডালিম মিয়ার এক মাত্র সন্তান ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ঘাতক ওই নারী বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ভোগছিলেন। আজ রাতে তারাবির নামাজের পর প্রবাসি ডালিমের বাড়িতে মানুষের ডাকচিৎকার শুনে উঠুনে গিয়ে দেখেন মাটিতে রক্তাক্ত শিশুর মরদেহ পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে মরেদহটি উদ্ধার করেন।

রায়পুরায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন,
তারাবির নামাজের পর ওই এলাকা থেকে ফোন এসেছে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে মা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সোরত হাল শেষে নরসিংদী সদর মর্গে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক শিরিন আক্তার নামে ওই নারিকে গ্রেপ্তারের জন্য অভিজান চলছে।
পড়ুন : সড়ক দুর্ঘটনায় সন্তান হারিয়ে দিশেহারা পুলিশ দম্পতি
দেখুন : রায়পুরা ম্যারাথনে দেশ বিদেশের ৭০০ দৌড়বিদ |
ইম/


