১৫/০১/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রায়পুরায় যুবলীগ নেতার বাড়ি থেকে ৫টি একনলা বন্দুক, ১৮টি ককটেল ও গুলি উদ্ধার

নরসিংদীর রায়পুরায় এক সন্ত্রাসী ও স্থানীয় যুবলীগ নেতার বসত বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (০১ আগস্ট) বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে রায়পুরা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেল এর বসত বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন ও অবিস্ফোরিত ককটেল ১৮ টি ককটেল।

বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানার নজরপুর এলাকায় সন্ত্রাসীরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে এমন খবর পেয়ে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে অভিযানে যায় রায়পুরা থানা পুলিশ। এসময় নজরপুর গ্রামের বাসিন্দা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়ির আঙিনার একটি ছোট পাকা খুপরি ঘর হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদ হাসান রুবেলসহ তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।আবিদ হাসান রুবেল এর নামে ২ টি হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পড়ুন : রায়পুরায় জামানতের ১৬ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, প্রতারিত ৭০ গ্রাহক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন