১৪/০১/২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি জব্দ, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সোমবার সংঘর্ষে এক নারী নিহতের ঘটনার পর চরাঞ্চলে সাড়াশি অভিযান করেছে যৌথ বাহিনী। অভিযানে একাধিক অস্ত্রসহ সোহেল মিয়া নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সোহেল মিয়া (৩৭) শ্রীনগর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে ৪ টি হত্যা, ২ টি অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে আরও ৬ টি মামলাসহ মোট ১২ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় মোমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব এর সমন্বয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাড়াশী অভিযান পরিচালনা করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে শ্রীনগর বাজারঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় ১ টি এসবিবিএল একনালা বন্ধুক, ৪টি একনালা দেশীয় তৈরী বন্ধুক, ২টি সিলভার কালারের ম্যাগজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১২টি শর্টগানের শিসা কাতুর্জসহ ফোন ও মটর সাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পুলিশের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, এবং র‍্যাব এর নেতৃত্ব দেন নরসিংদী র‍্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

বিজ্ঞাপন

পড়ুন: নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

দেখুন: সব স্কুল- কলেজ এবং ৮ সিটির প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন