ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আটকে থাকা রুশ সম্পত্তির মুনাফা ব্যবহারের সম্ভাবনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। রাশিয়ার অর্থের মুনাফা থেকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার পরিকল্পনার তথ্য দিয়েছে আল জাজিরা। খুব শিগগিরিই এ নিয়ে একটি বৈঠকও করতে পারে সংস্থাটি। ক্রেমলিন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন যদি এমন কাজ করে, তবে রাশিয়া কঠোর ব্যবস্থা নেবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আমেরিকাসহ ইউরোপের দেশগুলো অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে।