১৪/০১/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাস্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না : রেজাউল করীম

প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবেনা বলে মমন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি আরও বলেন, একদল চাঁদাবাজি করে সেই টাকা নির্বাচনের কাজে লাগাতে চায়, পিআর পদ্ধতি না বুঝলে রাজনীতি করার দরকার কি? এসব কথা বলেছেন চরমোনাই এই পীর।

মঙ্গলবার বিকালে মাগুরা শহরের নোমানি ময়দানে এক গণ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় মাগুরার দুটি সংসদীয় আসনের পদপ্রার্থীর নাম ঘোষণা করেন। মাগুরা- ১ আসনে মাওলানা নাজিরুল ইসলাম ও দুই আসনে আলহাজ্ব মুফতি মোস্তফা কামালের নাম ঘোষণা করেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের সহ অন্যান্য ইসলামি দলের নেতাকর্মীরা। তারা বলেন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করা হবে। তাই এসব ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার কথা বলেন বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় ৬৬৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন