ঢাকার যেসব সড়কে রিকশা চলাচল নিষেধ, সেগুলোর প্রবেশমুখে ‘ট্র্যাপার’ বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এসব ট্র্যাপার বসানো হবে বিভিন্ন সড়কের প্রবেশমুখে। কোনো রিকশা এ ট্র্যাপার পেরিয়ে যেতে চাইলে লোহার খাঁজে চাকা আটকে যাবে।
আপাতত রমনা এলাকার কয়েকটি জায়গায় এ ‘ফাঁদ’ বসানো হচ্ছে। কার্যকরী মনে হলে পরে বসানো হবে শহরের অন্যান্য সড়কেও।
শনিবার ঢাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরনির বেইলি রোড এলাকায় গিয়ে দেখা গেছে, রমনা থানার সামনে সড়কের দুপাশে এ ফাঁদ বসাচ্ছেন পুলিশ সদস্যরা। এতে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে কোনো রিকশা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরনিতে প্রবেশ করতে পারবে না।
একইভাবে উল্টোপাশে পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে পুরাতন এলিফ্যান্ট রোড ধরে কোনো রিকশা শহীদ ক্যাপ্টেন মনুসর আলী সরনিতে যেতে পারবে না।
এই ফাঁদ নতুন নয়, এর আগেও ঢাকার বিভিন্ন সড়কে এগুলো বসানো হয়েছিল। তবে লোহার খাঁজে ময়লা আবর্জনা জমে সেগুলো অকার্যকর হয়ে যায়।
ঢাকায় ঠিক কী পরিমাণ রিকশা আছে, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে ব্যাটারিচালিত ও পায়ে চালিত রিকশা মিলিয়ে ১২ লাখের বেশি।
মূল সড়কে চলাচলের নিয়ম না থাকলেও এসব রিকশা এখন ঢাকার প্রতিটি সড়কে চলাচল করছে। এতে প্রায়ই অন্যান্য যানবাহনের সঙ্গে ছোটবড় দুর্ঘটনা ঘটে।
পড়ুন : ঈদে বাসাবাড়ি-প্রতিষ্ঠানের নিরাপত্তায় ডিএমপির ১৪ নির্দেশনা