16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ মহারণ (রাত ১টা)

চ্যাম্পিয়নস লিগে আবারো রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে, রাত ১টায় মুখোমুখি হবে তারা। এদিকে, গতরাতে হতাশ পিএসজি। তাদের হারিয়ে, ১১ বছর পর ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড। রাজিবুল ইসলামের রিপোর্ট।

ঘুরে দাঁড়াতে চেয়েছিলো পিএসজি। সেজে উঠেছিল প্যারিস। কিন্তু কে জানতো, কান্না ভেজা চোখে বিদায় নিতে হবে ঘরের মাঠেই। এমবাপ্পেদের চ্যাম্পিয়নস লিগের স্বপ্নটা আপাতত থামলো সেমিফাইনালেই।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও, গোল পায়নি পিএসজি। উল্টো দ্বিতীয়ার্ধে গোল করে বসে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৫০ মিনিটে জার্মান ডিফেন্ডার ম্যাট হামেলস পিএসজির জালে বল পাঠিয়ে দেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল ডর্টমুন্ড। দ্বিতীয় লেগেও একই ব্যবধান। ১১ বছর পর ফাইনালে লিগ টেবিলে পাঁচে থাকা জার্মানির এই ক্লাব।

এবার আরেক ফাইনালিস্ট বাছাইয়ের পালা। রাত ১টায়, সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ ড্র হয়েছে ২-২ গোলে। তাই, আজ দুদলেরই রোমাঞ্চই সমানে সমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন