বর্ষাকালীন কবিতা উৎসবে মেতেছিলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি ও লেখকরা। ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচীব ও জাতীয় প্রেসক্লাবের সদস্য লায়ন মীর আব্দুল আলীম, আড়াই হাজার সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুস সাত্তার।
রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ,সংগঠনের সহসভাপতি ডাক্তার মেজবাহ উল হাসান, প্রখ্যাত বংশিবাদক ও বাংলাদেশ বেতারের সাবেক সঙ্গীত পরিচালক হাসান আলী, সাবেক সহ সভাপতি কবি আয়েশা আক্তার সীমা, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাতুল, উপ সহকারী কৃষি কর্মকর্তা কবি আব্দুল বাতেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক পীযুষ কুমার হীরা, যুগ্ম সম্পাদক কবি এস আলম, দপ্তর সম্পাদক কবি নায়েব আলী, ডাক্তার মোন্তাসির আহমেদ,শামীমা সুলতাবা উমা, প্রবীণ কবি সম্ভুনাথ হালদার, সঙ্গীত শিক্ষক শাকিল আহমেদ, প্রকৌশলী মারুফ হাসান, প্রফেসর বিরুন আল রশিদ,সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন,শিক্ষক দিদারুল ইসলাম মনুসহ সংগঠনের সদস্যরা ।
এ সময় বর্ষাকাল সম্পর্কিত স্ব রচিত কবিতা পাঠ, আলোচনা, বই উপহার দেয়ার মাধ্যমে কবিতা উৎসবে মেতে ছিলেন কবি ও লেখকরা।
পড়ুন: কুমিল্লায় ৬ হাজার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ এক চোরাকারবারি গ্রেপ্তার
দেখুন: ‘বিতর্কিত সকল বিচারপতির অপসারণ পদত্যাগ করতে হবে’
ইম/


