25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের চার বছর আজ

নারায়ণগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের চার বছর আজ। সেদিন আগুনে পুড়ে প্রাণ যায় ৫৪ জন শ্রমিক-কর্মচারীরা। দুপুরে তাঁদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন হয় কারখানা চত্তরে। বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন নিহতদের স্বজন।

২০২১ সালের ৮ জুলাই বিকালে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজিব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ১৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ৫১ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলায় গ্রেপ্তার হন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার চার ছেলে। ২০২৩ সালে আদালত অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থাটি তাঁদের নাম। এই ঘটনায় শ্রম আদালতেও ৫১টি মামলা আছে।

জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনেকারখানাটি অবহেলার কথা বলা হয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নিহত ৫৪ জনের পরিবারের সদস্যদের ২ লাখ টাকা করে এবং আহত ৩৮টি পরিবার সদস্যদের ৫০ হাজার টাকা দেয় কারখানা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন