নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ধানের শীষ প্রতীকের পক্ষে নেতা কর্মী নিয়ে গণসংযোগ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপু।
২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধুখালী এলাকায় এ গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের উদ্দেশ্যে মশিউর রহমান টিপু বলেন, পরিবারের সবাইকে নিয়ে ১২ ফেব্রুয়ারীতে সকাল সকাল ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে যাবেন। ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতান্ত্রিক অধিকার ফেরত আসবে। রূপগঞ্জের সত্যিকারের রূপ পাল্টে দিতে,উন্নয়নে রূপান্তর করতে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বিকল্প নাই। আমরা সবাই মিলে রূপগঞ্জ গড়বো।দিপু ভুঁইয়াকে জয়যুক্ত করে দেশ নায়ক তারেক রহমানকে নারায়ণগঞ্জ ১ আসন উপহার দেব।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের রূপগঞ্জ সদর ইউনিয়ন নেতা সাকিব মোল্লা, বিএনপি নেতা রাজিব মিয়া, যুবদল নেতা রাকিব মিয়া,ছাত্রদল নেতা শাকিল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।


