18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

রূপগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রূপগঞ্জ শাখার আয়োজনে জশনে জুলুস মিছিল করেছেন আশেকে রাসূলগণ।

১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার মধুখালী এলাকা থেকে এ জশনে জুলুস মিছিল শুরু হয়। সমাজসেবক জিন্নাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান মোল্লা।

জুলুস উদ্বোধন করেন সমাজসেবক যুবনেতা মশিউর রহমান টিপু। এতে উপস্থিত ছিলেন জননেতা আল্লামা রেফাজ উদ্দিন, রবিউল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ইদ্রিস হুসাইন, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা শহিদুল ইসলাম জুনাইদ, আহমাদ রেজা সবুজ কাদেরী, মোমেন মিয়া, মোক্তার হোসেন প্রমূখ।

এ সময় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) এর পবিত্রতা ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দয়াল নবীর আগমনের এ দিনটিকে আমরা আনন্দের সাথে উৎযাপন করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের ইহকাল ও পরকালের মুক্তির দূত। কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, অলী আওলিয়ায়ে কেরামের তাজিম করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সকল আলেম সমাজের ঐক্য গড়তে চাই। বাংলাদেশে আজ স্বাধীনভাবে রাষ্ট্রীয় নিরাপত্তায় জশনে জুলুস পালন করছি, সরকারী ছুটি রয়েছে তাই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় সংক্ষিপ্ত দোয়া মুনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এদিকে জশনে জুলুস মিছিলটি মধুখালী থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ,,গাউছিয়া, মুড়াপাড়া দিয়ে ইছাখালী এলাকাসহ ৩০ কিলোমিটার ঘুরে দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্তি হয়। এ সময় ইছাখালী এলাকা থেকে আসা অপর একটি কাফেলা মুসুল্লিদের সাথে অংশ নেন ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন