নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১১ ও রূপগঞ্জ থানা পুলিশ পৃথক ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের মাঝে আসামী তরিকুল ইসলাম, পনির হোসেন, আনিসুর রহমান ৩ জনকে বরাব এলাকায় অবৈধভাবে তিতাস গ্যাস মূল লাইন থেকে সংযোগ নিতে চেষ্টাকালে পুলিশ তাদের গ্রেফতার করে।
একইদিন র্যাব ১১ এর একটি আভিযানিক টীম গোঁপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশি করে পূর্বগ্রামের সাজিবুর রহমান নামের একজনের কাছ থেকে ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করেন। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা থাকায় আরও ২জনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন: উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে
আর/


