নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ার মঙ্গলখালী এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে সুজন মিয়া (৩৭) ও হোসেন আলী (৩০) নামের দুজনসহ নাশকতা পরিকল্পনা ও বিভিন্ন অপরাধে জড়িত দাউদপুর ইউনিয়ন যুবলীগ সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল মিয়া,তারাবো পৌর আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গত ২২ ডিসেম্বর রাতে ও ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বিনষ্টে নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন অপরাধে জড়িত যুবলীগ নেতা রুবেল মিয়াসহ পৃথক ডাকাতি প্রস্তুতিকালে বিভিন্নস্থান থেকে মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা রয়েছে। আইনি পদক্ষেপ হিসেবে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন- কিশোর-যুবাদের খেলায় ফেরাতে নোয়াখালীর তৃণমূলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট


