৩০/০১/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

সেনাবাহিনীর রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ১৬ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভুলতা মুড়াপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এক অভিযানে এসব মাদকসহ ৩জনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানা প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার লাভরাপাড়া এলাকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় মাদক সংশ্লিষ্টতা থাকায় লাভরাপাড়া এলাকা থেকে আমানুল্লাহর ছেলে তানজিল (২৮) রোকনের ছেলে রেদোয়ান (২৩), হেলালউদ্দিনের ছেলে রিফাত (১৮)নামের ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামী ও উদ্ধারকৃত মাদকসহ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। এ সময় তিনি আরও বলেন, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভুলতা এলাকার লাভড়াপাড়া এলাকায় একটি মাদক সরবরাহকারী সংঘবদ্ধ চক্রের একটি মাদকের চালানের তথ্য প্রাপ্ত হয়। সাথে সাথে টহল দলটি উক্ত এলাকায় গমন করে অত্যন্ত দ্রুততার সাথে একটি অভিযান পরিচালনা করে। একটি পুকুর সংলগ্ন এলাকার কয়েকটি স্থান হতে ১,৬২১ বোতল ফেনসিডিল, ১০,০০০ পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ সেনাবাহীনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। আপনার এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ আইন পরিপন্থী যেকোনো তথ্য থাকলে অথবা সন্দেহজনক কোন কিছু পরিলক্ষিত হলে নিকটস্থ আর্মি ক্যাম্পে অতিসত্বর যোগাযোগ করুন। আপনার নাম পরিচয় গোপন রেখে অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- গাজীপুরে পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার

দেখুন- লুটপাটে নি\হ\ত\কে ‘জুলাই যোদ্ধা’ ঘোষণা, দশ মাস পর ভুয়া হ\ত্যা মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন