১৪/০১/২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে পরকিয়া প্রেমিকা ও তার স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামীর ছুরিকাঘাতে সানাউল্যাহ ওরফে বাদশা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সানাউল্যাহ জাঙ্গীর এলাকার মোকাররম মিয়ার ছেলে। তিনি ডিস ও ইন্টারনেট ব্যবসায় জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

ঘটনার দিন রাত সাড়ে ৭টার দিকে সানাউল্যাহ মুকুল হোসেনের বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী সাহিমা ধারালো অস্ত্র দিয়ে সানাউল্যাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে পুলিশের অভিযানে মুকুল হোসেনের বাড়ির মেইন গেটের তালা ভেঙে ঘরে ঢুকে তার খাটের নিচ থেকে রক্তমাখা জিন্সপ্যান্ট, একটি প্লাস্টিকের ছুরির কাভার এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার স্থান থেকে একটি শাবল, হাতুড়ি ও স্যান্ডেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ (গ)সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, কয়েক বছর ধরে সানাউল্যাহের সঙ্গে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল হোসেনের স্ত্রী শামীমার পরকীয়ার সম্পর্ক চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

পড়ুন: হাবিপ্রবি’র সাংবাদিক সমিতিতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: পানি বেড়েই যাচ্ছে লক্ষ্মীপুরে,পরিস্থিতির অবনতি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন