নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন সড়কের পাশে আশ্রয় নেওয়া পথশিশু ও দরিদ্র বৃদ্ধদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদ,সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক,ইমতিয়াজ, সাংবাদিক রাকিব উদ্দিন ফয়সালসহ স্বেচ্ছাসেবীরা।
এসয়ম রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন বলেন, অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। প্রতিবছর শৈত্যপ্রবাহে গড়ে ২৮১ জনের মৃত্যু ঘটে।
ফুটপাত,রাস্তাঘাট ও আশপাশের প্রতিবেশী ঘরে বসবাসরত অসহায় মানুষ হাড় কাঁপা শীতে কাঁপছে। এতে আমরা মানবিক দায়বদ্ধতা থেকে নিজেদের অর্থায়নে সাধ্যমতে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। সমাজে যাঁরা বিত্তবান রয়েছেন তাঁরা যদি এ সকল অসহায় মানুষের মাঝে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এই তিব্র শীত নিবারণ করতে সহজ হবে।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


