সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হওয়ায়, চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমদানি পণ্যের জট আর রপ্তানিমুখী পণ্য জাহাজীকরণে, বিশেষ উদ্যোগের দাবি ব্যবসায়ীদের।
দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে ক্ষতিগ্রস্থ রপ্তানিখাত। ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। টানা কয়েক সপ্তাহ বন্দরের কাজ বিঘ্নিত হওয়ায়, অর্ধলক্ষাধিক কনটেইনার জমেছে বন্দরে।
রপ্তানি পণ্যবাহী কনটেইনারের স্তুপ চট্টগ্রামের বেসরকারি ডিপোগুলোতে। বিপত্তি দেখা দিয়েছে রপ্তানিমুখী পণ্য জাহাজীকরণেও।
সংকট নিরসনে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস সমন্বয় করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালাচ্ছে।
দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে, বন্দর, কাস্টমসের কার্যক্রম বাড়ানোর পাশপাশি, পণ্য পরিবহণে নিরাপত্তার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা।