চার দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে সাত দিন সারা দেশে ‘রেজিস্ট্যান্স উইক’ পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। তারা বলেন, রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীর বিচারসহ চার দফা দাবীতে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছাত্র-জনতা হত্যার জন্য শেখ হাসিনার বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টাকারীদের অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
ঢাকা ছাড়াও আন্দোলনে সারা দেশের যেসব স্থানে আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচিও পালন করে তারা।