রেলপথ রেশনালাইজেশন করা হবে এবং ব্যবসা ও যাত্রী পরিবহনের বিষয় মাথায় রেখে পরিকল্পিতভাবে রেলকে সাজানো হবে বলে জানিয়েছেন রেল ও সড়ক পথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
শেখ মইনউদ্দিন বলেন, কারো ইচ্ছায় রেলপথ যেন কোনো দিকে না যায় তা নিশ্চিত করাসহ কোন লাইন লাভজনক নয়, একেবারে লসে যাচ্ছে এগুলো দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে লসে থাকা রেলপথ তুলে অন্যস্থানে বসানো হবে। এ বিষয়ে আগামী ডিসেম্বরের মধ্যে গবেষণা শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, শুধু যাত্রী পরিহন নয়, সড়কপথের সঙ্গে সমন্বয় করে রেলপথে পণ্য পরিবহনের বিষয়গুলো সংযুক্ত করা হবে যাতে ব্যবসাটাকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া যায়। এবার কোনো অপরিকল্পিত কাজ করা হবে না, যা হবে পরিকল্পিতভাবে করা হবে।
তিনি আরও বলেন, রেলকে ঘিরে একটি ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এ লক্ষ্যেও গবেষণা শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে গবেষণা শেষ হলে তারপর কাজ শুরু হবে।
এ সময় পশ্চিমাঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার সজিত কুমার বিশ্বাসসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন: জাবি ছাত্রদলের উদ্যাগে জাবিতে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন
দেখুন: বান্ধবী চেয়ে বিজ্ঞাপন মাসে বেতন ২ লাখ টাকা |
ইম/


