24 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫

রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ হয়েছে, আর সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল। বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এখন আর কোন দাবি মানা সম্ভব নয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, রেলের কিছু কর্মচারীদের কিছু দাবি ছিল। বেশ কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার। প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেয়া হয়েছে। তারা যদি বলে সব একবারে দিতে হবে, সেক্ষেত্রে বুঝতে হবে অর্থের সংকুলান তো করতে হবে। যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।

ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। এখন যদি বলে পেনশন, গ্রাচ্যুইটি যোগ করতে হবে; তো অন্যান্য সংস্থারও তো অনেক দাবি আছে। সব দাবি তা পূরণ করা সম্ভব না। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার বিষয়ে তিনি বলেন, এটি দেয়া হবে কী হবে না; এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগের সিদ্ধান্ত ছিল।

রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, সেজন্য রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত চাল, চিনি, মসুর ডালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। শুধু আনলেই হবে না, বাজার মনিটরিংও করা হবে। খাদ্যদ্রব্য, সার, জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য।

এনএ/

দেখুন: রেলে অনিয়ম: ৬ দফা দাবিতে সেই রনির স্মারকলিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন