28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ বুধবার ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করা হয়। দুপুর ১টায় আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি’র দফতরে পৌঁছান অভিনেত্রী।

এর আগে ৫ জুন রেশন দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও বিদেশে থাকায় তিনি হাজির হতে পারেননি। ইডির অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনে তিনি সুবিধা ভোগ করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে বড় অংকের আর্থিক লেনদেন হয়েছে ঋতুপর্ণার। সে বিষয়ে বিস্তারিত জানতেই অভিনেত্রীকে তলব করে ইডি কর্তৃপক্ষ।

এদিকে এই ঘটনা ও ঋতুপর্ণাকে তলব করার ঘটনাকে মেনে নিতে পারেননি সংসদ সদস্য ও অভিনেতা দেব। তিনি বলেন, ‘এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।’

অন্যদিকে এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মাথাকে না ধরে হাত–পা ধরে টানলে কোনো কাজ হবে না। আগে মাথাকে গ্রেপ্তার করা হোক।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন