আজ সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য রোভারস’ শীর্ষক একটি অনুষ্ঠান। ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টার আগেই অনুষ্ঠানে উপস্থিত হন জেলা প্রশাসক। চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের এমন সুপরিকল্পিত, সুশৃঙ্খল ও সুন্দর আয়োজন দেখে তিনি নিজেই অভিভূত হন।
সমবেত রোভার স্কাউটদের উদ্দেশ্যে জেলা প্রশাসক কোনো গতানুগতিক বক্তব্য না দিয়ে অত্যন্ত আন্তরিক ও আবেদনময় ভাষায় কথা বলেন। তিনি স্কাউটদের নিজের সন্তানের মতো আপন করে নেন এবং ‘ভাই’ সম্বোধনে তাদের অভিনন্দন জানান। বক্তব্যের পুরোটা সময় তিনি স্কাউটদের ‘তুমি’ সম্বোধনে কথা বলেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আলাদা অনুভূতি সৃষ্টি করে।
আয়োজকদের প্রশংসা করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
“আমি যদি আজ এই আয়োজনে না আসতাম, তাহলে বুঝতেই পারতাম না রোভার স্কাউটরা এতটা সুশৃঙ্খল। এত বড় আয়োজন এত সুন্দর ও গোছানোভাবে করা যায়—সেটাও আমার অজানা থেকে যেত।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম শুধু সফলই হবে না, তারা সার্থকও হবে। সার্থকতা শুধু নিজের সফলতায় নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কী দিলাম—সেটির মধ্যেই নিহিত।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র আমাকে কী দিয়েছে, সেই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য, দেশপ্রেম ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকাই হবে আমাদের অভিপ্রায়। জীবনে আমাদের সময়ের ব্যাপ্তি নির্ধারিত; এই সময়কে কীভাবে কাজে লাগাব তার উপর নির্ভর করবে আমরা কী অর্জন করেছি”।
রোভার স্কাউটদের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবী আমাদের কী দিয়েছে তা ভাবার চেয়ে আমরা পৃথিবীকে কী দিতে পারলাম সেটাই গুরুত্বপূর্ণ। আমরা যে সমাজ ও রাষ্ট্র দেখতে চাই, সেটি গড়তে নিজেরা কী কাজ করছি—সে প্রশ্ন নিজেদের করতে হবে।
নিজেদের পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “আমি যে পরিবর্তন সমাজে চাই, সেই পরিবর্তন কি আমার নিজের মধ্যে এসেছে? নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষ ধরলে সমাজ কখনো বদলাবে না।”
তিনি আরও বলেন, সময়ের সদ্ব্যবহার, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবন কখনো সার্থক হয় না। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। এ দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের ওপরই ন্যস্ত।
তরুণদের মেধা ও যোগ্যতার প্রতি আস্থা রেখে তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের তরুণদের অসাধারণ মেধা ও যোগ্যতা রয়েছে। সেই শক্তি দিয়েই তারা একদিন দেশকে বদলে দেবে।”
সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন,
“প্রত্যয় হোক—মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি দৃঢ় সমাজ ও রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। দেশপ্রেম ও দেশমাতৃকার সেবাই হবে আমাদের অভিপ্রায়।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের উপলক্ষ নয়; এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” নির্বাচনকে উৎসবমুখর করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
প্রোগ্রাম চিফ এস. এম. হাবীব উল্লাহ হিরু জানান, জেলা প্রশাসকের বক্তব্যে স্কাউটরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন এবং তাকে কাছে পেয়ে তারা আনন্দিত।
চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, জেলা প্রশাসকের বক্তব্য রোভার স্কাউটদের উৎসাহিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই রোভার মুট। এতে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিটসমূহ অংশগ্রহণ করছে। তাবুতে অবস্থান করে নিজেরা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণমূলক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন রোভার স্কাউটরা।
পড়ুন: নির্বাচন ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে; তারাই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত : এ্যানি
দেখুন: আবারও ইরান-ইসরাইল যু/দ্ধে/র শঙ্কা
ইম/


