১৪/০১/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রৌমারী সীমান্তে ১২ বাংলাদেশি নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজার এলাকার ইয়াকুব আলীর ছেলে আশরাফুল আলম (২৬), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জীতর এলাকার আব্দুল হালিমের ছেলে তোফাজ্জল হোসেন (২৯), একই জেলার ফুলপুর উপজেলার নারিকেলী এলাকার ওসমান আলীর ছেলে নবী হোসেন (২৬), একই উপজেলার সিংহের শবর এলাকার আক্কেল আলীর ছেলে ফুরকান আলী (৩১), কাতলী এলাকার রমজান আলীর ছেলে হযরত আলী (৩৬), চর গোয়াডাঙ্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৫), হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজার এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ওয়ালিউল্লাহ (২৫), ভালুকা উপজেলার মোহাম্মদপুর এলাকার আশরাফ পাঠানের ছেলে ওবায়দী হাসান (২২), নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সুনিলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলা সদরের পাথালিয়া মোড় এলাকার ইসমাইল ইসলামের ছেলে মানিক মিয়া (২৯),নরসিংদীর পাজদুনা উপজেলার আসমান্দির চর এলাকার নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান (২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রহমত ইল্লাহর ছেলে মনির হোসেন (৩৮)।

বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের গয়টাপাড়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. ইসমাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েক মাস আগে দালালদের মাধ্যমে শ্রমিক হিসেবে কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান ১২ জন বাংলাদেশি। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৮ পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। এ সময় তাদেরকে আটক করে গয়টাপাড়া বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দিয়ে আটক ব্যক্তিদের রৌমারী থানায় হস্তান্তর করা হবে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আটক ১২জন বাংলাদেশি যুবককে থানায় নিয়ে এসেছেন বিজিবি। তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন