দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান যে কোনও অপরাধকে প্রতিরোধে কতটা কার্যকর, তা প্রমাণিত হলো সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকায়। হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে অপহৃত ভিকটিমকে নিরাপদে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯)।
হবিগঞ্জ জেলার বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রতিদিন পায়ে হেটে স্কুলে যাতায়াত করত। অভিযোগ, প্রধান আসামি নুরুজ্জামান সাগর (২৪) ভিকটিমকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। ঘটনা তার পিতার নজরে আসলে, অভিযোগ জানালে আসামি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ১০ নভেম্বর ২০২৫ বিকেল ৪টার দিকে, স্কুল থেকে ফেরার পথে আদর্শ বাজার থেকে বড়বাজারগামী রাস্তায় পৌঁছালে আসামি পূর্বপরিকল্পিতভাবে সহযোগীদের সঙ্গে ভিকটিমকে একটি সিএনজিতে তুলে অপহরণ করে।
র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সুনামগঞ্জ সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর রাত ৯.৩০ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন মাইজবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনার ফলস্বরূপ, অপহরণ মামলার প্রধান আসামি নুরুজ্জামান সাগরকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
র্যাব জানায়, তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনও ধরনের সহিংসতা প্রতিরোধে প্রতিনিয়ত গোপন গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, র্যাব দেশের জনগণকে নিরাপদ রাখতে এবং নৃশংস অপরাধ দমন করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ।
পড়ুন- ভোটে আওয়ামী দোসরদের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে: রাশেদ খান


