১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন লক্ষ্মীপুরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
এতে করে আজ (সোমবার) সারাদেশের মতো লক্ষ্মীপুরেও বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে পড়েছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, সাড়ে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনামিয়া ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ দীর্ঘ সময় বসে থেকেও বাড়ি ফিরে যেতে বাধ্য হন।
শিক্ষকরা জানিয়েছেন, আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। কর্মবিরতি চলবে অনির্দিষ্টকাল।
এদিকে অভিভাবকরা বলছেন, সারা বছর শিশুরা নিয়মিত পড়াশোনা করেছে। এখন পরীক্ষার সময় হঠাৎ কর্মবিরতি ডেকে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরাই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চলছে এই আন্দোলন। বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় প্রায় লক্ষাধিক শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েছে। এ আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বছরের শেষে মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত সমাধান না হলে, এর প্রভাব শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির ওপরও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন- জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা
দেখুন- তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র


