লক্ষ্মীপুরে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো জেলা চ্যাম্পিয়ন হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা দত্তপাড়া ডিগ্রি কলেজকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইফতেখার হাসান ফাহাদ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ. হ. ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মহসিন কবির স্বপন, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বুলবুল ও ক্রীড়া শিক্ষক মো. ইলিয়াস হোসেন।
শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পড়ুন : সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ: লক্ষ্মীপুরে এসপি আবু তারেক


