১৫/০১/২০২৬, ১৬:৩৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৬:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, উদ্ধার পিস্তল ও সরঞ্জাম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপের আড়ালে গড়ে তোলা গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ডিবির অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


অভিযানে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আবদুল গোফরানের ছেলে নুর উদ্দিন জিতু একটি দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ পরিচালনা করছিলেন। ওয়ার্কশপে বাহ্যিকভাবে লোহার কাজ চললেও ভেতরে তৈরি হতো দেশীয় অস্ত্র, এলজি ও অন্যান্য আগ্নেয়াস্ত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে চালানো অভিযানে পিস্তলসহ বিভিন্ন অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো. শাহাদাত হোসেন টিটু জানান, কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, জনবহুল বাজার এলাকায় এমন অস্ত্র কারখানা দীর্ঘদিন ধরে চললেও কেউ কিছু টের পাননি—এটি উদ্বেগজনক। তারা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পড়ুন- দামুড়হুদায় ভোক্তা-অধিকারে অভিযানে আর্থিক জরিমানা

দেখুন- মহান দেশ ইরান আরো শক্তিশালী! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন