প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেন। আজ দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মির্জা ফখরুল বলেন,দলের ভারপ্রাপ্ত চেযারম্যানের সাথে কয়েক দফায় বৈঠক হয়েছে। বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় হয়েছে। সেখানে একটি সমাবেশে অংশ নিয়েছি। প্রেসের সাথেও মতবিনিময় হয়েছে জানিয়ে তিনি বলেন আমার সফর ফলপ্রসু হয়েছে।
তারেক রহমান কবে ফিরবেন দেশে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাগুলো শেষ হলেই তিনি দেশ ফিরবেন।
দেশে রাজনৈতিক দলগুলো সমস্য করছে সম্প্রতি অন্তর্বতী সরকারের এক উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ কথা কোন প্রেক্ষিতে বলেছেন তা জানিনা। রাজনৈতিক দলগুলো এ সরকারের বিরোধী না। প্রথম থেকেই এ সরকারকে রাজনৈতিকদলগুলো সমর্থন দিয়ে আসছে। কোন উদ্দেশ্যে এসব কখা বলেছেন জানিনা।
ভারতের সাথে সমস্যার সমাধান আলোচনার মধ্যে হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি দুই বছর আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। নুন্যতম সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। দেশে যে সমস্যা গুলো তৈরী হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেন্জিং।
মির্জা ফখরুল এক ডিসেম্বর লন্ডন সফরে যান। তখন তিনি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য তিনি লন্ডন সফরে যাচ্ছেন।।
মহাসচিব দেশে ফেরার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন চিকিৎসার জন্য বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসনের।
এনএ/