26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী: উপদেষ্টা ফরিদা আখতার

ফকির লালন শাহকে বৈষম্যবিরোধী উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘লালন ফকির ১৩৪ বছর আগেই সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন।’

কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে লালন আখড়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা আরো বলেন, ‘ফকির লালন সম্রাট ছিলেন না। তিনি ছিলেন সাধক। তাঁর বাণী সমাজের সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। আমরা যদি লালনকে ভালোবাসি, তাহলে নারীদের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন করতে পারি না। কৃষিকাজে বিষ ব্যবহার করে, নদীতে বিষ দিয়ে মাছ ধরতেও পারি না।’

লালন একাডেমির প্রতি লালন শাহের সকল বাণী সংরক্ষণ এবং গবেষণার দাবি জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিকভাবে কাজ করতে না পারে, আপনারা শুধরে দেবেন, বিভিন্ন বিষয়ে কথা বলবেন। এই যে ছাত্র-জনতার রক্তের ওপর আমরা সরকার গঠন করেছি, দায়সারা ভাবে দায়িত্ব পালন করা যাবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘লালন শুধু গান গাওয়ার বিষয় নয়, শুধু ভক্তির ব্যাপারও নয়। লালন সবার জন্য একটি জীবন ব্যবস্থা।তিনি আমাদের শিখিয়েছেন, কিভাবে নিজেকে প্রকাশ করতে হয় যে, আমি কিছুই না।’

তিনি আরও বলেন, ‘লালন শুধু কুষ্টিয়ার নয়, লালন সারা বাংলাদেশের, লালন সারা বিশ্বের। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে সামনে রেখে ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উৎসবের উদ্বোধন করেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন