১৫/০১/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লালমনিরহাটে আইএলএসটিতে কর্মবিরতী, বিপাকে শিক্ষার্থীরা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স অ্যান্ড টেকনোলজি’ (আইএলএসটি) শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ১ বছর থেকে বেতন ভাতা না পাওয়ায় গত ১৫ দিন ধরে অত্র প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বঞ্চিত সকল কর্মচারী ও তাদের পরিবার অসহায় জীবনযাপন করছে বলে জানান তারা।

কর্ম বিরতির কারণে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। দেশের প্রান্ত থেকে আসা আইএলএসটির আবাসিক হলে থাকা ১৫০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি কালীগঞ্জে চলমনান কর্মবিরতি বেতন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চলমান থাকবে তারা জানান।

এ সময় কর্ম বিরতিতে থাকা কর্মচারীরা বলেন, বেতন না পাওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে টানা ১৫ দিন ধরে এই কর্মবিরতী পালন করে আসছেন তারা, দ্রুত সকল জটিলতা দুর করে বেতন দেওয়ার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ নয়তো এই কর্মবিরতি চলমান থাকবে।

আইএলএসটির কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের আইবাস কোর্ড জটিলতার কারণে ৩ জন কর্মতর্তা ও ২৪ জন কর্মচকরীর ১ বছর থেকে বেতন ভাতা সহ সকল সুবিধা থেতে বঞ্চিত আছে, এতে তারা পরিবার সহ মানবেতর জীবনযাপন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতী চালিয়ে যাবেন।

এবিষয়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির সিনিয়র ইনসট্রাক্টর ডাঃ মোজাম্মেল হক বলেন, টানা কর্মবিরতির কারণে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্টানের সার্বিক পরিস্থিতি উর্ধ্বতন কর্মকতার নিকট জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন