লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এবং জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ‘লালমনিরহাট জেলা ওয়ারিয়র্স অব জুলাই’-এর নবনির্বাচিত কমিটি।
সোমবার (২৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এবং পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সংগঠনটির সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের,আহবায়ক আশিকুর রহমান আশিক,সদস্য সচিব মোশারফ হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃশাহীন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পড়ুন : লালমনিরহাটে জনপ্রতিনিধিদের সাথে এইচভিইউপি স্কেল-আপ ও অভিজ্ঞতা বিনিময় সভা


