লালমনিরহাটের সরল খাঁয় আলোকিত সমাজ ক্লাবের সদস্যদের সাহসী পদক্ষেপে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। তবে, পরবর্তীতে মাদক ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়ে ক্লাবের কয়েকজন সদস্য গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে আলোকিত সমাজ ক্লাবের সদস্যরা মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান (৪৫)-কে মাদকসহ হাতেনাতে আটক করেন। ঘটনাস্থলে থাকা সদস্যরা সেই মুহূর্তের ভিডিও ও ছবি তুলে ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন।
এর কিছুক্ষণ পরই অভিযুক্ত জিয়াউর রহমান ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ক্লাব সদস্যদের উপর হামলা চালায়। হামলায় মিজানুর (১৯), শিপন (১৮), জহরুল ইসলাম (১৮) এবং হাসানুর ইসলাম (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরবর্তীতে আহতরা থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে জানা যায়, অভিযুক্ত পক্ষ থেকে উল্টো ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই।
আলোকিত সমাজ ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছি। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা আখলাক আলী রকি বলেন,এই সাহসী অভিযানের প্রশংসা করে ক্লাবের সদস্যদের সাথে একাত্মতা প্রকাশ করছি। এ বিষয়ে অভিযুক্ত জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের কোনো অভিযোগ কপি এখনো পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: বিপদসীমার নিচে তিস্তার পানি, লালমনিরহাটে পানিবন্দি ৪ হাজার মানুষ
এস/


