১৫/০১/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লালমনিরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

লালমনিরহাটে বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি, ঝুঁকি ভাতা, বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বছরের পর বছর তারা বঞ্চনার শিকার হচ্ছেন। নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতি হচ্ছে না, বেতন বৈষম্য রয়ে গেছে, ঝুঁকিপূর্ণ কাজের সঠিক প্রাপ্যতা মিলছে না।

এ বিষয়ে জেলা শাখার সভাপতি মমিনুর রহমান বলেন, ১৯৯৮ সালের নিয়োগবিধি অনুযায়ী আমাদের পদোন্নতির কথা থাকলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত পদোন্নতি, বেতন বৈষম্য নিরসন ও ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। অন্যথায় আমাদেরকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য করা হবে।

সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, আমরা স্বাস্থ্যখাতের অন্যতম ফ্রন্টলাইনার। কিন্তু আমাদের ন্যায্য অধিকার এখনো মিলছে না। এই বঞ্চনা আমরা আর মেনে নেব না। দাবি আদায় না হলে দেশের প্রতিটি উপজেলায় শাটডাউনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী আনোয়ারা খাতুন বলেন, আমরা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি। কিন্তু বেতন বৈষম্য ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য মেনে নেওয়া যায় না।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

এদিকে অবস্থান কর্মসূচিকে ঘিরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে স্বাস্থ্য সহকারীদের বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডে মুখর ছিল পুরো এলাকা। অনেকে পরিবার-পরিজন নিয়ে মানববন্ধনেও অংশ নেন।

স্বাস্থ্য সহকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি পর্যায়ক্রমে আরো বিস্তৃত হবে এবং সারাদেশেই আন্দোলন আরও জোরদার করা হবে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন