লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৯ মে) বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জাহিদুল হক (৩২), রবিউল ইসলাম (২৫) ও মোশারফ হোসেন (৩৩)।
পুলিশ জানায়, কালীগঞ্জ থানায় দায়ের করা একটি ইজিবাইক চুরির মামলার সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়। মামলার বাদী মোঃ তমিজ উদ্দিনের ছেলে মোঃ আদম আলী (১৭) গত ৭ এপ্রিল বিকেলে সুকানদিঘী ইজিবাইক স্ট্যান্ড থেকে দুইজন অপরিচিত যাত্রী নিয়ে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বারাজান মালির ধাম এলাকায় যানবাহনের চাকা পাংচার হলে যাত্রীদের কথামতো মেরামতের জন্য সে সুকানদিঘী বাজারে যায়। ফেরার পর চন্দ্রপুর পৌঁছালে এক যাত্রী তাকে চা খাওয়ানোর নাম করে চায়ের দোকানে নিয়ে গেলে, অন্যজন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পরে থানায় অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শুধু আসামিদেরই নয়, চুরি হওয়া বাদীর অটোসহ মোট তিনটি চোরাই অটো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ও অটোরিকশা চুরি করে আসছিল। অটো/ইজিবাইক চোরচক্র নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।
এনএ/


