বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লালমনিরহাট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আহ্বায়ক আব্দুল সাত্তার ও সদস্য সচিব মিঠুন সরকার মিঠু নেতৃত্বে এই মিছিলটি লালমনিরহাট শহরের হামারবাড়ি কার্যালয় থেকে শুরু হয়ে মিশন মোড় ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হামারবাড়ি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সমাবেশে নবনির্বাচিত আব্দুল সাত্তার, সদস্য সচিব মিঠুন সরকার মিঠু সিনিয়র যুগ্ন আহবায়ক এরশাদুল হক আসাদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের নেতৃত্বে লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নতুনভাবে সংগঠিত হয়েছে। এ কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।
নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাহসী ভূমিকা রাখবে।
পড়ুন : লালমনিরহাটে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর মিছিলে ছাত্রদল ও বিএনপি নেতাদের সংহতি


