লালমনিরহাটে শিল্পায়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বিসিক শিল্পনগরী তিন যুগেও আশানুরূপ ফল দিতে পারেনি। উদ্যোক্তা সংকট, সরকারি অবহেলা আর অব্যবস্থাপনাই ব্যর্থতার প্রধান কারণ। ৩৮ বছরেও কার্যকর হয়নি কোনো বড় উদ্যোগ।
জেলা বিসিক শিল্পনগরী, যেখানে এক সময় স্বপ্ন ছিলো নতুন শিল্প ও কর্মসংস্থানের। কিন্তু ৩৮ বছর পরও সেই স্বপ্ন রয়ে গেছে ধুলোমলিন। নেই অবকাঠামো, নিরাপত্তা। আছে শুধু অনাগ্রহ আর অচলাবস্থা।
১৯৮৭ সালে যাত্রা শুরু করা লালমনিরহাট বিসিক শিল্পনগরী এখন পরিত্যক্ত শিল্প স্বপ্নের নাম। ১৫ দশমিক ৬ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই শিল্প এলাকায়, ১০৭টি প্লট বরাদ্দ দেওয়া হলেও, চালু রয়েছে মাত্র ৩০টি, যার বেশিরভাগই গুদাম। সন্ধ্যা নামলেই এলাকাটি পরিণত হয় অন্ধকার আর আতঙ্কের আস্তানায়।
নানা প্রতিবন্ধকতার মাঝে বর্তমানে চালু আছে মাত্র ৮-১০টি ক্ষুদ্র কারখানা। উদ্যোক্তারা বলছেন, পরিকাঠামো না থাকলে শিল্প গড়া সম্ভব নয়।
কিছু প্লট পুনঃবরাদ্দের চেষ্টা থাকলেও, বড় কোনো অবকাঠামো নির্মাণে বাজেট নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
৩৮ বছরে বদলে গেছে শহর কিন্তু বদলায়নি বিসিকের বাস্তবতা। সঠিক পরিকল্পনা ও রাষ্ট্রীয় নজরদারিই এখন শেষ ভরসা।
এনএ/


