পতিত আওয়ামী লীগের পুর্নবাসন না, বিচার দেখতে চায় বিএনপি। দলটির নীতিনির্ধারকদের শংকা, বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে। যৌক্তিক সময়ে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করার কথা বলছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিধি, পরিসর ও ক্ষমতা বাড়ানোর তাগিদ বিএনপির।
দুঃশাসন, সর্বস্তরে দুর্নীতি, গুম-খুন-গণহত্যার দায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় টানা তিন মেয়াদে ক্ষমতা দখলে রাখা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বিরুদ্ধে শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানানো হলেও বিচারের অগ্রগতিতে ধীগগতি দেখছেন বিএনপি’র নীতি নির্ধারক নেতারা।
বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বিচার প্রক্রিয়াকে প্রশ্নের উর্ধ্বে রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা জরুরি। এজন্য ট্রাইব্যুনালের ক্ষমতা আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন সিনিয়র নেতারা।
দীর্ঘ ১৬ বছরের দু:শাসন আর ২৪ এর গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে মনে করেন বিএনপির হাইকমান্ড।
এনএ/