27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

লেবাননে ইসরায়েলি হামলায় মেয়রসহ নিহত ১৫

আবার দক্ষিণ লেবাননের প্রধান শহর নাবাতিহের পৌর ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শহরটির মেয়রসহ ১৫ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামলার সময় মেয়র সেখানে বৈঠক করছিলেন বলে জানা গেছে। এই হামলায় পৌর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা।

এ হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি বলেন, ‘শহরের পরিষেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে পৌরসভা ভবনে আলোচনা করার সময় ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে মিউনিসিপ্যাল ​​কাউন্সিলের সভাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।’

এছাড়াও, শহরের গভর্নর বলেন, ‘নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ত্রাণ বিতরণ কর্মসূচির সদস্য। টানা হামলায় বেশির ভাগ বাসিন্দা এলাকা ছেড়ে গেলেও বাকিদের সহায়তায় রয়ে যান মেয়রসহ পৌরসভার কর্মীরা। গত কয়েক দিনের হামলায় ধ্বংস হয়েছে শহরটির একাধিক ঐতিহাসিক ভবন। এর মধ্যে, অটোমান আমলের একটি বাজারও রয়েছে।’

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন