30 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বিজ্ঞাপন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩০

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বর্বর হামলায় ৩০ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাচির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার বালবেকে ২০টি বিমান হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা এখনও চলছে।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন